ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে চেক মামলায় যুবলীগ নেতা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২০, ২৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজীবকে কারাগারে পাঠিয়েছে জেলা জজ আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় অভিযুক্ত আসামিকে কারাগারে প্রেরণ করে আদালত।

যুগ্ম জেলা জজ ১ম আদালতের স্টোনোগ্রাফার গুলজার হোসেন শিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার রক্তিমা রানীর দায়েরকৃত ১৫ লক্ষ টাকার চেক ডিজঅনার (জালিয়াতি) মামলায় গত ১৬/১/২০২০ইং তারিখে রায় হয়। রায়ে যুগ্ম দায়রা জজ অসম শহীদুল্লাহ কায়সার চেকের সমূদয় টাকা ফেরত ও ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আসামিকে। এরপর থেকে আসামি চরজব্বার থানা পুলিশের সাথে যোগসাজশে নিজেকে পলাতক দেখিয়ে প্রকাশ্য ঘুরে বেড়ায়। বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজকে আসামি আমিনুল ইসলাম রাজিব জেলা জজ আদালতে হাজির হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণে জানা যায়, বাদী রক্তিমা রানীকে আমিনুল ইসলাম রাজিব পাওনা টাকা বাবত বিগত ৪/১০/২০১৬ তারিখে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেন (যার হিসাব নং-৬৭৯৮, সোনালী ব্যাংক চরবাটা শাখা) এবং বিগত ৯/১০/২০১৬ তারিখে ৫ লক্ষ টাকার চেকসহ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। নির্দিষ্ট তারিখে চেক ব্যাংকে জমা দিলে দু'টি চেকই ডিজঅনার হলে বাদী নোয়াখালী জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি