নিরাপদ আবাসন কেন্দ্রে নারীর ঝুলন্ত মরদেহ
প্রকাশিত : ২১:২৮, ২৬ জানুয়ারি ২০২১
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ।
মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ওসি (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গত ২২ ডিসেম্বর কোনাবাড়ি শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) থেকে শাহ আলী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ভিকটিম হিসেবে নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে আসে নাজমা নামের ওই নারী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে মাথা ব্যাথা হচ্ছে এমন অজুহাত দেখিয়ে অন্য হেফাজতিদের সঙ্গে রুম থেকে নীচে নামে সে।
পরবর্তীতে নাজমাকে টয়লেটের দরজার সঙ্গে (গলায় ফাঁস লাগানো) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখানে ডিউটিরত নারী পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নাজমা আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এনএস/
আরও পড়ুন