ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ২৭ জানুয়ারি ২০২১

‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার: আসক্তি রোধ ’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মেলায় ২৪টি স্টল অংশগ্রহণ করেছে। 

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আশা করবো এখান থেকে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগবে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি