ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিস্তল দেখিয়ে ২৭ ছাগল ছিনতাই, আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৭ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৩০, ২৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে পিস্তল দেখিয়ে ছিনতাইকৃত ২৭টি ছাগল উদ্ধারসহ তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে।

আটকৃতরা হলেন- রূপগঞ্জের বাউলিয়া গ্রামের মো. সুমন (২৬) মাদারীপুরের কাঠাল চরের নুরুল হকের ছেলে মো. আলম (২৪) ও কুমিল্লার দৌলতপুরের আবদুস সাত্তারের ছেলে মো. রাসেল (২৪)।   

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী টিএম পরিবহন নামে একটি বাস কাঁচপুর বাসষ্ট্যান্ডে পৌঁছলে এক নারী ও ৪ পুরুষ চট্টগ্রাম যাওয়ার কথা বলে বাসে ওঠে। বাসটি বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছানো বাসের সুপারভাইজার ও ড্রাইভারকে পিস্তলের ভয় দেখিয়ে বাসের বক্সে থাকা ২৭টি ছাগল জোর করে নামানোর চেষ্টা করে তারা।

ওই সময় কাঁচপুর হাইওয়ে থানার একটি টহল টিমের অভিযান দেখে তারা দ্রুত ১০টি ছাগল নিয়ে গ্রামের দিকে পালাতে থাকে। তখন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় সাতটি ছাগলসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তবে পালিয়ে গেছে নারীসহ ওপর দুইজন।  

আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেই জানান কাচঁপুর হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি