ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা 

প্রকাশিত : ২০:২৯, ২৭ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের চুনারীপাড়ায় জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চুনারীপাড়ার মৃত হুসেন আলীর ছেলে মো. এখলাস, হলদারপাড়ার ধর্ম হালদাররের ছেলে অজিত হালদার, মৃত তুষার হালদারের ছেলে মন্তোষ হালদার, বিজয় হালদারের ছেলে সুনিল হালদার, মৃত ঝড়– মিস্ত্রির ছেলে জাহাঙ্গীর, মৃত লাল চাঁন শেখের ছেলে মোঃ হেলাল, মৃত কুসম হলদারের ছেলে বিমল হালদার, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কির বিষু ড্রাইভারের ছেলে শাহ আলম, হুজরাপুর গুড়িপাড়ার মৃত রামচন্দ্র মণ্ডলের ছেলে হরিলাল মণ্ডল, জমাদারপাড়ার মোঃ ইনসান আলীর ছেলে জাব্বার, আরমান ইসলামের ছেলে শহীদুল ইসলাম, মৃত হুসেন মণ্ডলের ছেলে আবুল কাশেম, মহারাজপুর ডোলপাড়ার শাহজাহান আলীর ছেলে জহুরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, জুয়া খেলার কার্ড (তাস), নগদ ৭ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে আসছিলেন। এছাড়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি জুয়া খেলায় নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি