ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেব্রুয়ারিতেই ক্লাসে ফিরতে চায় রাবি শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আগামী ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

এ সময় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা দীর্ঘ এক সেশন জটে পরতে যাচ্ছি। শুধু নামে মাত্র অনলাইন ক্লাস নেয়া হচ্ছে, যেটা ফলপ্রসূ নয়। বিভাগগুলো দায়সারাভাবে ক্লাসগুলো চালিয়ে নিচ্ছে যা আমাদের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।’

তারা আরও বলেন, ‘শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাদে সকল কিছু স্বাভাবিক রয়েছে, শুধু কি শিক্ষা প্রতিষ্ঠানেই করোনা থাকে। শুধু অনার্স ও মাস্টার্সের অসমাপ্ত পরীক্ষা নেয়া হচ্ছে, কিন্তু হলগুলো খোলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যথেষ্ট জায়গা আছে, স্বাস্থ্যবিধি মেনে থাকার মতো পরিস্থিতি রয়েছে। তাই আমাদের ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস, পরীক্ষা দেয়ার সুযোগ করে দিন। আমরা ফেব্রুয়ারি মধ্যে ক্যাম্পাস খোলা চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা  (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর লুৎফর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ‘সরকারি নির্দেশনা মেনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সকল কার্যক্রম চালু করা হবে। যেহেতু আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার, সেহেতু আশা করাই যায় মার্চের দিকে বিশ্ববিদ্যালয়ও খোলার সম্ভবনা আছে। শিগগিরই একাডেমিক কাউন্সিলের মিটিং হবে, সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। সংক্রামণ বৃদ্ধি পাওয়াতে ধাপে-ধাপে ছুটিও বেড়েছে। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি