ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫২, ২৮ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেটে ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিহারী ক্যাম্পের পকেট গেটে এ ঘটনা। 

স্থানীয় কাউন্সিলর ও যুবলীগের সভাপতি মতিউর রহমানের সমর্থক পানি আক্তার ও সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মন্ডলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাতপাতালে ভর্তি আছেন মো. সজল (২৭), কাওসার আলম (২৮), মো. হেলাল (২৭)। 

সিদ্ধির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এর আগেও তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
এআই/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি