ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে আন্তঃজেলা প্রতারকচক্রের হোতাসহ গ্রেফতার ১৫

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৩, ২৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নড়াইলে আন্তঃজেলা প্রতারকচক্রের হোতা আবু হেলাল আল মামুনসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে যশোর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা প্রতারকচক্রের হোতা ১০টি মামলার আসামি আবু হেলাল আল মামুনকে (৪৫) গ্রেফতার করে ডিবি পুলিশ। মামুনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে। তার নামে নড়াইল, চুয়াডাঙ্গা, কুমিল্লা ও গাজীপুরে ১০টি মামলা রয়েছে। এছাড়া, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৪ জনকে গ্রেফতার করা হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মাসুদ রানা ও শেখ ইমরান, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামান, ডিবি পুলিশের ওসি নাসির উদ্দীন, এএসআই আনিসুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি