ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটভাটার ট্রাক কেড়ে নিলো ২ নারীর প্রাণ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ২৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছায় একটি ইটভাটার ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ছুটিপুর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী চেয়ারভানু (৬০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৫০)।

ঝিকরগাছা থানার এসআই মেজবাহউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই দুই নারী ভ্যানে করে মোহাম্মদপুর মোড়ে এসে নামেন। ভ্যানের ভাড়া দিয়ে তারা রাস্তার পাশে দাঁডিয়ে ছিলেন। এসময় ইটভাটার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর নারী মারা যান। ট্রাক চালককে আটকের চেস্টা চলছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮ টার দিকে দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশের এসআই আবুল হাসান জানান, দুই নারীর মৃতদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি