ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৮, ২৮ জানুয়ারি ২০২১ | আপডেট: ২২:০১, ২৮ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ৮ জনকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সকালে র‌্যাব ১৪ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে জেলা সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে ১টি প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৭৭ কেজি গাঁজাসহ মোঃ লিটন মিয়া (২৮), মোঃ মনসুর আলী (২৯) ও সালমা (৩৫) কে আটক করে।

অপর এক অভিযানে সদর উপজেলার সুহিলপুর বাজারের পাশে ২টি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ গোলাম রব্বানী (২৭), মোঃ আজিজুল (৩৩), মোঃ- মাসুম (৩৮), মোঃ সোহাগ আলী (২০) ও  মোঃ স্বপন মিয়া (৩৫) কে আটক করে। র‌্যাব জানায়, এসব ঘটনায় সদর ও সরাইল থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি