ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ২৮ জানুয়ারি ২০২১ | আপডেট: ২৩:১১, ২৮ জানুয়ারি ২০২১

ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উৎসাহিত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। 

পরে অতিথিগণ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী ১৮টি প্রজেক্টের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি