ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে মাদকসেবনরত অবস্থায় ১০ যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের এনএস সরকারি কলেজ মাঠ এলাকা থেকে ১০ মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে একত্রে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আবু রায়হান (২০), মো. রওশন (২৭), মো. শান্ত (২০), জনি দাস (২০), মো. লাল (৩০), মতিউর রহমান স্বপন (৩৭), মো. বিপ্লব (২০), মো. সুমন (২০), মোহাম্মদ আলী (৪০) ও  রঞ্জন দাস (২৬)।

সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একদল সদস্য এনএস সরকারি কলেজ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় একত্রে মাদক সেবনরত অবস্থায় ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ২শ’ মিলিলিটার চোলাইমদ ও ৩ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।’

গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা থেকে এসে একত্রে মাদকসেবন এবং এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি