ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদক সেবনের টাকা না দেয়ায় যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ২৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের টাকা না দেয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছেন জাকারিয়া হোসেন (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাকারিয়া ওই গ্রামের মো. সাজু প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করে আসছিলেন বলে পরিবার জানিয়েছে। 

জানা গেছে, মা-বাবা অনেক শাসন-বাড়ন করেও জাকারিয়াকে মাদক থেকে বিরত রাখতে পারেননি। এমনকি ছেলেকে সংশোধন করতে না পেরে বগুড়া মাদক নিরাময় কেন্দ্রেও রেখে এসেছিলেন তারা। বেশ কিছুদিন সেখানে থেকে বাড়িতে আসে জাকারিয়া। কিন্তু আবারও জড়িয়ে পড়েন মাদকের নেশায়। 

বৃহস্পতিবার মাদক সেবনের জন্য মায়ের কাছে ২শ’ টাকা চাইলে মা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মায়ের উপর অভিমান করে রাতে বাড়িতে না ফিরে গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। 

শুক্রবার সকালে গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি