ধান বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ভ্যান চালকের
প্রকাশিত : ১৫:৪০, ২৯ জানুয়ারি ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে সড়কের পাশে থাকা এক ভ্যান চালকের উপর পড়লে তিনি নিহত হয়েছেন। নিহত ওই ভ্যান চলকের নাম আলামিন (৩৮)। তিনি জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় রাব্বি নামের আরও এক ভ্যান চালক আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট বাইপাস এলাকায় ধান বোঝাই করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা ধান বোঝাই করা ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড যাবার পথে পুনিয়াউট বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক ট্রাকটির নীচে চাপা পড়ে। এতে আলামিন নিহত ও রাব্বি আহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।’
এআই/এসএ/
আরও পড়ুন