ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ২৯ জানুয়ারি ২০২১

বাগেরহাটে ৮ কেজি ১০০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রামের জনৈক কামাল বাড়ির উত্তর পাশ থেকে র‌্যাব-৬ এর সদস্যরা এদের আটক করে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার দিগরাজ এলাকার সাহেব আলী গাজীর ছেলে মো. সেলিম গাজী (৩৫) এবং যশোর জেলার বেনাপোল উপজেলার নারায়নপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সবুর(৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক(মিডিয়া) এএসপি মাহবুব আলমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছিল বলে জানান এএসপি মাহবুব আলম।
কে আই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি