ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে কর্মবিরতিতে বিদ্যুৎ বিভাগের পিচরেট কর্মচারীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৮, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে গঠিত নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো)-তে (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন) কর্মরত পিচরেট কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

আজ শনিবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। 

সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগে দীর্ঘদিন ধরে নিয়োজিত মিটার রিডিং ও বিল বিতরণের কাজে নিয়োজিত প্রায় অর্ধশতাধিক কর্মচারীকে কোন প্রকার নিয়ম ছাড়াই বিরত রেখে কাজ করছে অভিযোগ করেছেন আন্দোলনরত এসব কর্মচারীরা। 

জানাগেছে, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে এ সকল কর্মচারী নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করলেও কোন প্রকার ব্যবস্থা না নিয়ে তাদের বিরত রেখে কাজ করছে নেসকো। ফলে কর্মবিরতি আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তারা। এমতাবস্থায় এ সকল কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। 

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন অস্থায়ী পিচরেট কর্মচারী পরিষদের সভাপতি সাদেক আলী, সাধারণ সম্পদক বাবুল চন্দ্র রায় প্রমুখ। বক্তারা দ্রুত এর সমাধান করে কর্মচারীদের চাকরি স্থায়ী করার জোর দাবি জানিয়েছেন। 

এদিকে পিচরেট কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি