ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে পৃথক ঘটনায় নিহত ২, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ২৮ মে ২০১৭

ফরিদপুর সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সাথে একই এলাকার হাফিজুল মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সরো মাতুবরের মৃত্যু হয়। এ’সময় অন্তত ১০ জন আহত হয়। এদিকে, সকালে ফরিদপুর সদরের হঠাৎ বাজার এলাকার বেড়িবাধের পাশ থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি