ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা থাকবে না: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ৩০ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পুরোনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর থাকবে না। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারও নেই। সবই চলে যাবে কার্ডে এবং মেশিনসহ নানা সিস্টেমে এবং অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।

আজ শনিবার বেলা ১১টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্যাংকের অনিয়ম অন্যায় প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়, আবার কিছুটা সত্যতাও রয়েছে। ’

ব্যাংক খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণ কমছে বলেও মন্তব্য করেন তিনি।

ম্যুরাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, মন্ত্রীর রাজনৈতিক সচিব মো. আবুল হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি