ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২০, ৩০ জানুয়ারি ২০২১

গাজীপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশবিহীন গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকিরের সঞ্চালনায় ৫ সদস্যের যাচাই-বাচাই কমিটির কাছে মুক্তিযোদ্ধার সপক্ষে কাজপত্র পেশ করেন।  

এদিন, ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যে সকল বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তাদের নিজ নিজ পক্ষে সহযোদ্ধাদের সাথে নিয়ে স্বাক্ষরসহ কাগজপত্র পেশ করেন। জামুকা কর্তৃক প্রেরিত ৮০ জন বীর মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই করা হয়।  

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি