ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় মূর্তি পাচারকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪০, ৩০ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৪২, ৩০ জানুয়ারি ২০২১

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জহাট এলাকায় মূর্তি পাচারকারী সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। আজ শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের সেন্টু মাতব্বর (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার কেকনিয়া গ্রামের হানিফ মিয়া (৪০), একই উপজেলার নিজরা গ্রামের আজিজুর রহমান (৩৮), ব্রাক্ষ্মবাড়িয়ার নাসিরগঞ্জ উপজেলার বড়ইউড়ি গ্রামের বিমল চরণ সরকার জয় (৪০), দিনাজপুরের বিরল উপজেলার রাজুরিয়া গ্রামের ছাইফুল ইসলাম (৪৫), নড়াইলের নরাগাঁথী উপজেলার কেশবপুর গ্রামের রুবেল (৩৪), একই গ্রামের ফারুক মোল্লা (৩০), নওগাঁর বদলগাছি উপজেলার পুকুরিয়া গ্রামের জাহিদ (৪০), যশোরের অভয়নগর উপজেলার বাশুরিয়া দিঘীরপাড় গ্রামের রোজিনা (৩০)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান- দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা এই পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা। তারা বিশেষ ধরণের ধাতব যা আগুনে গলে না, প্লাটিনামের এসব মূর্তির কোটি কোটি টাকা মূল্য দাবি করে সাধারণ লোকজনের সাথে প্রতারণাসহ নানা ধরণের মূর্তি পাচার কাজে জড়িত। গত শুক্রবার বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার আহসানগঞ্জহাট চত্তরে এ ধরণের একটি কাজে প্রতারণা করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী তাদের আটক করে। পরে পুলিশের কাছে সোর্পদ করলে তারা মূর্তি পাচার ও প্রতারণার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
 
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি