ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে কাউন্সিলর প্রার্থীর আকস্মিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ৩০ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং প্রাক্তন কাউন্সিলর শাহ্পাড়া মহল্লার বাসিন্দা মইনুল হোসেন (৫৫) শনিবার আকস্মিকভাবে মারা গেছেন। 

এদিন বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে, তাঁর মৃত্যুর কারণে ওই ওয়ার্ডের ওই পদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তা রেজাউল ইসলাম।

এ ব্যাপারে জেলা নির্বাচনী কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, মৃত্যুর সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র পৌর নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের হাতে এলে গণ ঘোষণার মাধ্যমে ঐ নির্বাচন স্থগিত করা হবে। 

পরবর্তিতে এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের পৌরসভা নির্বাচনের তফশিল অনুযায়ী স্থগিতসহ এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং দ্রুতই নির্বাচন কমিশন এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারী করবেন বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি