ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ৩০ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাহফুজ নামের (১২) বছরের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ সুনামগঞ্জ জেলার সালা থানার সুলতান পুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয়ভাবে বাসা ভাড়া নিয়ে বিআর স্পিনিং মিলস-এ শ্রমিকের কাজ করতো।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মনির হোসেন জানান, সকালে সে বাড়ী থেকে সাইকেলযোগে কাজে যাচ্ছিল। এসময় (ঢাকা মেট্রো উ- ১৪-২৩৬৫) একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় স্থানীয়রা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং কাভার্ডভ্যানের চালক জকির হোসেনকে আটক করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি