ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩৯, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১০:৪১, ৩১ জানুয়ারি ২০২১

শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও আছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবদুল আল মামুন সাংবাদিকদের জানান, ‘যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে চালক। লাশ উদ্ধার করায় যান চলাচল স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি