ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সভাপতি বাহার, সম্পাদক বেলাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৩১ জানুয়ারি ২০২১ | আপডেট: ১২:১৭, ৩১ জানুয়ারি ২০২১

সভাপতি রেজাউল করিম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন।

সভাপতি রেজাউল করিম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন।

উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ.কে.এম রেজাউল করিম বাহার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন। 

শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সমিতির দশম নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৫৭৫ জন ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৪৯৯ জন ব্যবসায়ী। 

১২টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন। আর বাকি ১১টির বিপরীতে লড়াই হয়েছে ২৮ জন প্রার্থীর। এছাড়া সদস্য পদে পাঁচটি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে মো. কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪টি ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক ছাড়াও অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি গৌরাঙ্গ বণিক, সহ- সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ আকিব, সাংঠনিক  সম্পাদক মো. ওমর ফারুক সোহেল, অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল হাসান, ক্রীড়া সম্পাদক মো. রায়হানুজ্জামান চৌধুরী নাহিদ নির্বাচিত হয়েছেন।

ওয়ার্ড ভিত্তিক ৪টি সদস্য পদে ক্রমান্বয়ে বিজয়ীরা হলেন- মো. ইউছুফ আলী, মো. বেলাল হোসেন, মো. ইত্তেফাক ও  মো. আলা উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বর্ণালী ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী এ কে এম মছিউদ্-দৌলা।

এআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি