ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ৩১ জানুয়ারি ২০২১

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে জামিল হোসেন চলন্ত নেতা কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

রবিবার বিকেল ৫টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‍্যালে নেতা কর্মী ও নবনির্বাচীত সকল কাউন্সিলরদের নিয়ে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, আমাকে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচীত করাই সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে আগামীতে দ্বিতীয় শ্রেনীর পৌরসভা থেকে প্রথম শ্রেনীতে উন্নিত করন করে জনগনের নাগরিক সুবিধা বাড়ানোই হবে আমার প্রধান কাজ। সেই সাথে যেসব কাজ অর্ধসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্ত করা। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম, বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ড এফএজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজসহ দলীয় নেতাকর্মীরা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি