শৈত্যপ্রবাহ অব্যাহত, রংপুরে ২ শিশুর মৃত্যু (ভিডিও)
প্রকাশিত : ১২:০০, ১ ফেব্রুয়ারি ২০২১
উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্য প্রবাহ আর ঘনকুয়াশা অব্যাহত রয়েছে। রংপুরে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
রংপুরে হিমেল বাতাস ও ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। প্রচণ্ড শীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
কনকনে ঠাণ্ডা ও শৈত্য প্রবাহে অব্যাহত রয়েছে কুড়িগ্রামে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠাণ্ডা আর কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে বোরো আবাদ।
লালমনিরহাট ও পঞ্চগড়ে প্রচণ্ড শীতে কাজে যেতে না পারায় বিপাকে হতদরিদ্ররা। গাইবান্ধায় সকাল থেকে দিনভর সূর্যে্যর মুখ দেখা যায়না। শীত বস্ত্রের আশায় অসহায় দিনমজুর মানুষ।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন