ক্ষেত থেকে সবজি নিয়ে ফেরার পথে কৃষক নিহত
প্রকাশিত : ১৫:২২, ১ ফেব্রুয়ারি ২০২১
নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরীগাটের কাছে কুসুম্বা ফিলিং ষ্টেশনের সামনে যাত্রীবাহী বাসের চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি নিজের ক্ষেত থেকে সবজি তুলে বাড়ি ফিরছিলেন।
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামের ছবের আলীর ছেলে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে আমজাদ হোসেন ক্ষেত থেকে বেগুন তুলে বাড়ি নিয়ে আসার পথে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএইচ/
আরও পড়ুন