রত্নাই সীমান্তে বিএসএফ`র গুলিতে বাংলাদেশি আহত
প্রকাশিত : ১৯:১৯, ১ ফেব্রুয়ারি ২০২১
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে সোমবার ভোরে নিজের আবাদকৃত তরমুজ ক্ষেত পরিচর্যা করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। আহতের নাম তরিকুল ইসলাম (৪০)।
তাঁর মাথায় গুলি লাগলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহত তরিকুল ইসলাম একই উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে রত্নাই সীমান্তের ৩৮২/২ ও ৩নং এস পিলারের মাঝামাঝি বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে তরমুজ ক্ষেত পরিচর্যা করার সময় তরিকুলকে লক্ষ্য করে ভারতের নটোয়াটলি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে সে গুলি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ও ওসি তদন্ত আব্দুস সবুর জানান, আহত ব্যক্তি পুলিশের তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।
কেআই//
আরও পড়ুন