ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ছাতকে বাড়িঘর-জায়গা-জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ২ ফেব্রুয়ারি ২০২১

সুনামগঞ্জের ছাতকে চাঁদার টাকা না পেয়ে বাড়িঘর ও জায়গা-জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের ছেলারচর গ্রামে। গত শনিবার এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবরে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ছেলারচর গ্রামের গিয়াস আহমদ। 

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের হাজী চন্দন প্রকাশের পুত্র মোঃ আবু সায়েদ, আনসার আলী ও সাজুর আলী বাদী গিয়াস আহমদের কাছে সৌদি আরবে থাকাকালীন থেকে চাঁদা দাবী করে আসছিল। প্রবাস থেকে দেশে ফিরে তার গ্রামের বাড়িতে গেলে বিবাদীগণ তার কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের চাহিদা মতে চাঁদার টাকা না দিলে বাড়িঘর, জায়গা-জমি জোরপূর্বক দখল এবং বাদীকে প্রাণে মেরে লাশ গুম করে দিবে বলে হুমকি প্রদান করে। 

অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিবাদীগণ কিছু ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে গিয়াস আহমদের বাড়িঘর ও জায়গা-জমি জোরপূবর্ক দখলের পায়তারায় লিপ্ত আছে। তাদের ভয়ে গ্রাম ছেড়ে সিলেট শহরে বসবাস করছেন গিয়াস আহমদ। 

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে ছাতক থানায় ও জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি