ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় নব্য জেএমবির সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বগুড়ায় কামরুজ্জামান (৪২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি'র অর্থ বিভাগের দায়িত্বশীল এক সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টায় জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত কামরুজ্জামান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়া শহরতলীর বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছে থাকা ব্যাগ থেকে নগদ তিন লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, বেশ কিছু সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রা এবং কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, কামরুজ্জামানের বাড়ি নোয়াখালী জেলায় হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বসবাস করতেন। গ্রেফতারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি