ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ২ ফেব্রুয়ারি ২০২১

শীতে যখন যুবুথুবু মোংলার ছিন্নমূল শীতার্ত মানুষ, ঠিক তখন শীত নিবারনে তাদের মাঝে কম্বল নিয়ে হাজির খুলনা সিটি কর্পোরেশনের মেয়র।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আ.লীগ কার্যালয়ে পৌরসভার নয়’শ শীতার্ত নারী পুরুষের  মাঝে এই কম্বল বিতরণ করা হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহারের উপহার হিসেবে পাঠানো এ কম্বল দেন,খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কম্বল পেয়ে খুশি ছিন্নমুল এসব অসহায়রা।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,নব নির্বাচিত পৌর মেয়র শেখ আ. রহমান, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম হোসেন, আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম প্রমুখ। 
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি