ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন আহম্মদ আর নেই

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৮:০৩, ২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৮:০৪, ২ ফেব্রুয়ারি ২০২১

বীরমুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন আহম্মদ

বীরমুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন আহম্মদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সরাইল উপজেলা আওয়ামী লীগের  সদস্য এ আই মনোয়ার উদ্দিন আহম্মদ মদন (৮০) দাফন সম্পন্ন  হয়েছে। 

তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে  ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার বাদ আছর শেখ রাসেল  স্টেডিয়ামে মরহুমের জানাযার নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদা  নিজ গ্রাম কুট্টাপাড়া পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।  মরহুমের  মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদা অংশগ্রহন করেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সরাইল থানা ওসি আল মামুন মোহাম্মদ নাজমুল আলম প্রমুখ। 

মরহুমের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম ওবায়েদুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার,   উপজেলা আওয়ামী লীগের  আহবায়ক আলহাজ্ব এডভোকেট নাজমুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হুমায়ূন কবির, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি