ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ধর্ষণের পর গৃহবধূর পরিবারকে ভিটেছাড়া করার হুমকি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪১, ২ ফেব্রুয়ারি ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মূজাবন্নী কুমারপাড়া গ্রামের নিশি পালের (৩৫) বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এমনকি ভুক্তভোগীকে ভিটেমাটা ছাড়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, প্রকৃতির ডাকে সারা দিতে তিনি ২২ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। এসময় ওৎ পেতে থাকা প্রতিবেশি নিশি পালের লালসার শিকার হন তিনি। পরে তাকে নানান ধরনের হুমকি দেওয়া হয় ঘটনা ধামাচাপা দিতে। পরদিন অসুস্থ ওই নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। 

ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বলেন, জোরপূর্বক চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘটনার নামমাত্র মীমাংসা করা হয়েছে। এখন তাদের ভিটেমাটা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছিুক এক ব্যক্তি বলেন, এমন সালিশ জীবনেও দেখিনি। ধর্ষণের ঘটনা কি মাফ হয়? 

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ওই সালিশ মীমাংসায় আমি ছিলাম না। আমি শুনে চলে এসেছি।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি