ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মডেলিংয়ের প্রলোভনে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

গ্রেফতারকৃত পাঁচ যুবক

গ্রেফতারকৃত পাঁচ যুবক

গাজীপুরের কাশিমপুরে এক তরুণীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে মূল অভিযুক্ত স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই তরুণীকে। পরে তার বাসার একটি কক্ষে আটকে রেখে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। 

এ ঘটনার পর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই তরুণী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল। আজ বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অভিযুক্তদের।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি