ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা নাঈমের (৪০) স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করায় তার বাড়িতে কেউ না থাকার সুবাদে আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবীকে ডেকে আনে। কাজের কথা শুনে ভাবী আসার সাথে সাথেই দেবর নাঈম তাকে ঘরের ভেতর টেনে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে তার খাটের ওপর ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই নারী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার স্বামীর কাছে খুলে বলেন। সব শুনে ওই দিনই অসুস্থ স্ত্রীকে নিয়ে প্রথমে আড়াইহাজার হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে রেফার করেন।

ওসি নজরুল আরও জানান, আসামি নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে। সে বালিয়াপাড়া গ্রামের মৃত জামানের ছেলে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি