ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা সুপার গ্রেফতার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরেরর নবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় ওবায়দুর বখস নামের এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার নারায়নপুর দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলার কৃষ্ণপুর  গ্রামের মৃত মীর বখসের ছেলে।    

থানা সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারী রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়। ওই ঘটনায় পরেরদিন উপজেলার নন্দনপুর গ্রামের প্রভাষ চন্দ্র রায় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওবায়দুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার মাদ্রাসা সুপারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি