ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে দেয়ার অভিযোগে নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীকে বিয়ে দেয়ার অভিযোগে কাজীর সহযোগী এক নারী গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলেনা বেগম (৩২), বন্দরের রূপালী এলাকার মৃত নাজিম উদ্দিনের মেয়ে।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান জানান, কাজীর সহযোগী পরিচয় দিয়ে ওই নারী অপ্রাপ্ত কিশোর-কিশোরীকে বিয়ে দেয়ার অভিযোগে তার নামে মামলা করেছেন জেলা কাজী সমিতির সভাপতি ইসমলাম মিয়া। সেই মামলায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি