ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হিলি সীমান্তে মাদক,মোটরসাইকেল ও শাড়ি উদ্ধার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মদ,গাজা, ফেনসিডিল, মোটরসাইকেল ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে বিজিবি। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির হিলি সিপি, হিলি বিওপি, ডাঙ্গাপাড়া ও ভাইগর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল, ৪ বোতল মদ, ১কেজি গাজা,ভারতীয় শাড়ি ১১পিস ও মালিকবিহীন অবস্থায় ২টি মোটরসাইকেল উদ্ধার করে। 

অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। একইসাথে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
কে আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি