ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

রোজার ঈদের পর অবৈধ পলিথিন বন্ধে সাড়াশি অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৯:২৪, ২৮ মে ২০১৭

রোজার ঈদের পর সব ধরনের অবৈধ পলিথিন বন্ধে সাড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।
বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। হাছান মাহমুদ বলেন, পরিবেশ বিপর্যয়ের অভিযোগ দেয়ার ব্যাপারে পরিবেশ আদালত ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে আইনগত কর্তৃত্ব নিয়ে যে মতবিরোধ রয়েছে তা সংশোধনে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। এছাড়া বঙ্গবন্ধু সাফারি পার্ক ও শেখ রাসেল পার্কে স্বল্প আয়ের মানুষ যেন সপ্তাহের দুইদিন বিনামূল্যে প্রবেশের সুযোগ পায় সে বিষয়েও সুপারিশ করা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি