ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ইক্ষু খামারে অগ্নিকান্ড, আড়াই লাখ টাকা ক্ষতি

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের ইক্ষু খামারে অগ্নিকান্ডে ২৭ একর জমির আখঁ পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্র পাত কিভাবে ঘটেছে তা ফায়ার সার্ভিস ও সুগার মিল কর্তৃপক্ষসহ স্থানীয়রা কেউ বলতে পারছেন না।

বুধবার দুপুর ২টার দিকে জামালপুর ইক্ষু (ভাতার মারি) খামারের ওয়াচম্যান আখঁ ক্ষেতে আগুন দেখে সুগার মিল কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খরব দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ২ ঘন্টা যাবত চেষ্টা করে বিকাল ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রনে আনে।

ঠাকুরগাঁও সুগার মিলের খামার ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, কে বা কারা আখঁ ক্ষেতে আগুন দিয়েছে তা মিল তা এখনো জানতে পারিনি। তবে এব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। রির্পোপ পাওয়ার পর তা বলা যাবে। 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক রফিক উজ জ্জামান জানান, ঠাকুরগাঁও সুগার মিলের খামার ব্যবস্থাপক প্রাথমিক ভাবে অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ২ থেকে আড়াই লক্ষ টাকা ধরা হয়েছে। 

 আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি