ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এলো ২৯শ’ ডোজ করোনা ভ্যাকসিন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০১, ৪ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ২ হাজার ৯শ ডোজ করোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী ৭ তারিখ থেকে এই করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারী অ্যাম্বুলেন্সে করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফী শিকদার ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজলো পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম প্রধানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বলেন, আজকে আমরা প্রথম পর্যায়ে ২শ ৯৭ ভায়াল করোনার টিকা পেয়েছি যা দিয়ে ২৯শ ৭০টি ডোজ হবে। এটি দিয়ে উপজেলার ১ হাজার ৫শ জন মানুষকে করোনার ভ্যাকসিন দিতে পারবো। দুই ধাপে এই টিকাটি দিতে হয়, প্রথম ডোজের ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া লাগে। প্রথমে সবাইকে আমরা এই করোনার ভ্যাকসিন দিতে পারছিনা, ৫৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেনে তারা সকলেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে করোনা কালীন সময়ের সন্মুখ সারীর যোদ্ধা যেমন চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ এমন অগ্রাধিকার ভিত্তিক মানুষ করোনার টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবেন না।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ বলেন, আমাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন চলে এসেছে। প্রথম পর্যায়ে ১ হাজার ৫শ জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে, পর্যায়ক্রমে উপজেলার সকল মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। সরকার যাচাই বাছাইয়ের পরেই এই ভ্যাকসিন নিয়ে এসেছে, সারা বিশ্বে মানুষ ভ্যাকসিন নিচ্ছে। তাই কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলেই এই ভ্যাকসিন নিবেন বলে আশা করছি। একই সাথে করোনার ভ্যাকসিন দিতে মানুষকে উৎসাহিত করতে ও সচেতন করতে প্রচার প্রচারনাসহ সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি