ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২১

নওগাঁর নিয়ামতপুরে আরিফা খাতুন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মৃত আরিফা উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের মো. আতাউর রহমানের মেয়ে এবং একই ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামের রনি বাবুর স্ত্রী।

আরিফার চাচতো ভাই মো. সাফিউল ইসলাম জানান, ‘উপজেলার পাড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামের রনি বাবুর সাথে ৯ মাস আগে আরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী আলাদা বাড়িতে থাকতেন। ঘটনার দিন দিবাগত রাত ২টার দিকে রনি বাবু ফোন করে জানায় আরিফা নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আরিফা খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে। আমাদের ধারণা পারিবারিক কলহের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী আত্মহত্যা বলে প্রচার করছে।’

তবে গৃহবধূর স্বামী রনি বাবু বলেন, ‘আমার কথায় কথায় অভিমান করতো আরিফা। অভিমানের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ সময় আমি বাড়িতে ছিলাম না।’

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘সংবাদ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রির্পোট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি