ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পকেটে চিরকুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ৪ ফেব্রুয়ারি ২০২১

সিদ্ধিরগঞ্জে খুরশীদ আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মিতালি মার্কেটের ছাদে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন। লাশের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

জাতীয় পরিচয়পত্রনুসারে নিহত খুরশীদ আলম কুমিল্লা জেলার মুরাদনগর থানার খামার গ্রাম এলাকার মৃত খালেকের ছেলে। সে জালকুড়ি এলাকায় হোসেন মিয়ার বাড়িতে থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, চিরকুটে দাম্পত্য কলহের কথা উল্লেখ ছিলো। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ মৃত্যুর কারণ জানা যাবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি