ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইলে পানিতে ডুবে যুবকের মৃত্যু! 

সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

প্রকাশিত : ২২:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২১

ব্রাক্ষণবাড়ীয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দাস পাড়ার মৃত তরুণী দাসের ছেলে সজল চন্দ্র দাস (৪৫) পানিতে ডুবে মারা গেছে। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে সজল দাসকে বাড়িতে না পেয়ে তার বাড়ীর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে  স্বজনরা। পারিবারি সূত্রে জানা গেছে তিনি মানুসিক ভারসাম্যহীন  ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এ ব্যাপারে সরাইল থানার এস,আই জাকির হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি তিনি দীর্ঘ্য দিন যাবৎ সজল দাস মৃগী রোগ ও মানুষিক ভারসাম্যহীন ছিলেন। সজল দাসের মৃত্যুতে তার পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় স্বাভাবিক মৃত্যু হিসেবে লাশ থানায় আনা হয়নি। 

সজল দাস ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি