ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সেনেটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যা 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুর শহরের মধ্য ছায়াবীথি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে সাদেক হোসেন নামে এক সেনেটারি মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জানাযায়, শহরের মধ্য ছায়াবীথি এলাকায় সেনেটারি মিস্ত্রি সাদেক হোসেন বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসা থেকে পাশের শ্বশুরের বাসায় যাওয়ার পথে একই এলাকার বখাটে কাওসারের সঙ্গে দেখা হয়। এ সময় বাক-বিতণ্ডার একপর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।  

পুলিশ জানায়, অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত সাদেকের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঁকাকোড়া গ্রামে। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি