ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ইউপি চেয়ারম্যান সিরাজুল সাময়িক বরখাস্ত

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১০, ৫ ফেব্রুয়ারি ২০২১

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ এর (এলজিএসপি-৩) নড়াইল ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত আদেশে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদপূর্তির শেষ মুহূর্তে এসে সাময়িক বরখাস্ত হলেন এই ইউপি চেয়ারম্যান। 

আরকে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি