ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় শীতার্তদের পাশে বেঙ্গল এলপিজি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২২:২২, ৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মোংলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বেঙ্গল এলপিজি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মোর্শেদ আলমের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা বন্দরের শিল্পাঞ্চলস্থ বেঙ্গল এলপিজি প্লান্টে এক হাজার দরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এসময় খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ও বেঙ্গল এলপিজির কর্মকর্তারা শীতার্তদের হাতে এ কম্বল তুলে দেন। বেঙ্গল এলপিজির এজিএম প্রকৌশলী হোসনে মোবারক বলেন, যতদিন মোংলায় এ প্লান্ট থাকবে ততোদিনই প্লান্টের চেয়ারম্যানের পক্ষ থেকে উপকূলীয় দরিদ্রদের মাঝে এ সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে। 

এর আগে গত বছরও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বেঙ্গল এলপিজি। এছাড়া করোনা প্রাদুর্ভাবের মধ্যেও এখানকার অসংখ্য মানুষকে খাদ্যের পাশাপাশি নানা সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। 
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি