ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২৩:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২১

সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মাস্টার আবুল কালাম আজাদ ১৯৬১ সালে কালাপানিয়া জুনিয়র মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। এরপর সন্তোষপুর হাই স্কুলে কিছুদিন শিক্ষকতা করার পর কালাপানিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৪ সালে অবসর যান। 

শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ এই শিক্ষক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল শনিবার সকাল ১১টায় উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মাস্টার আবুল কালাম আজাদ ১৯৩৯ সালে সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি