ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধামইরহাট সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ৬

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০০:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২১

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার ভোর রাতে উপজেলার উমার ইউনিয়নের চকিলাম বিওপির দূর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো মো. সাদিকুর ইসলাম (১২), মো. শরিফুল ইসলাম (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. আসলামউল ইসলাম (২৭), মো. জুয়েল রানা (৩০) মো. জাহাঙ্গীর আলম (২৭)। সকলের বাড়ী উপজেলার উমার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে। 

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি জানান,গোপন সংবাদের ভিত্তিতে চকিলাম বিওপির নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে ২৫৬/৩- এর নিকট থেকে ৬ জনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন। ওইদিন দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
 
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, বিজিবি বাদী হয়ে থানায় আসামীদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করেছে। আসামীদেরকে নওগাঁ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি