ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

দ্রুত এগিয়ে যাচ্ছে দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২১

দ্রুত এগিয়ে চলছে দোহাজারী-কক্সবাজার রেললাইন স্থাপনের কাজ। অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে ৫০ শতাংশ। প্রকল্পটি ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে সংযোগ স্থাপন করবে। আর পর্যটন শহর কক্সবাজার আসবে দেশের রেল নেটওয়ার্কের আওতায়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা। ধারণা করা হচ্ছে ২০২২ সালে শেষ হবে এই প্রকল্প। 

২০১০ সালে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার সীমান্তের গুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ ট্র্যাক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর একনেক সভায় সিঙ্গেল লাইন মিটারগেজের পরিবর্তে ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রসারণের সংস্থান রেখে ভূমি অধিগ্রহণ করার নির্দেশনা আসে ২৩ অক্টোবর। ২০১৬ সালে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারিত হয়। 

প্রথম পর্যায়ে কাজ শুরু হয় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১,০০,৮৩১ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাকের। ভূমি অধিগ্রহণ করা হয়েছে ১ হাজার ৩৯১ একর। প্রকল্পের আওতায় কক্সবাজারে আইকনিক স্টেশনসহ ৯টি স্টেশনের অবকাঠামো নির্মাণ চলছে দ্রুত গতিতে।। এই প্রকল্পে রয়েছে ৩৯টি বড় সেতু, ১৪৫টি ছোট সেতু, আছে ৯৬টি লেভেল ক্রসিং। এগুলোর নির্মাণও এগিয়ে চলছে। 

প্রকল্পটি বাস্তবায়ন হলে পণ্য ও যাত্রীবহন সাশ্রয়ী হবে। পর্যটন খাত শক্তিশালী হবে কক্সবাজারের, জানান এ জনপ্রতিনিধি।

কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, ৬ লাখ মানুষ এখানে আসা-যাওয়া করবে। আমাদের পণ্যসামগ্রী এবং কক্সবাজারের মাছ বাংলাদেশের যে কোন প্রান্তে যাবে।

যথাসময়ে রেল যোগাযোগ শুরু হবে বলে আশা করছে জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক ড. মো: মামুনুর রশীদ বলেন, কাজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এবং আমরা আশা করি, অভূতপূর্ব যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার হয়ে যাবে আন্তর্জাতিক মানের একটি শহর। যেই শহরের সাথে দেশের প্রতিটি জায়গার থাকবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। 

২০২২ সালের জুন মাসের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি